বৃষ্টির সঙ্গে মাডিকেরির রাতদিন

মৌসুমী ব্যানার্জি নানা জায়গায় বেড়ানোর শখ তো ছিলই এতকাল, ইদানীং তার সঙ্গে আরোও একটি শখ অথবা স্বপ্ন আমার মনের সঙ্গী হয়েছে । বেড়ানোর জায়গাটি ভালো লেগে গেলে (সব জায়গাই ভালো লাগে) সেখানে সবুজ প্রকৃতির কোলে , জলের ধারে, অন্ধকার রাতে তারা ঝিকমিক করা কালো আকাশের নীচে একখানি ছোট্ট কুঁড়েঘরের শখ আমাকে পেয়ে বসছে। তা সে জায়গা জঙ্গল হোক, মরুভূমির বালিয়াড়ি হোক, সমুদ্র সৈকত বা অত্যুচ্চ, শীতল হিমালয়ই হোক – নিরিবিলি সরল এক গ্ৰামের জীবন যেন হাতছানি দেয় আমাকে! মজার কথা হল – নয় নয় করে কল্পনার জগতে এমন ভালোলাগায় ঘেরা , মায়ায় ভরা বেশ কিছু ছোট্ট কুঁড়েঘরের মালিকও আমি হয়ে গিয়েছি। অলস দুপুরে বা মন খারাপের সময় হঠাৎ করে কোনোও এক কুঁড়েঘরের দাওয়ায় মনে মনে গিয়ে বসে পড়তে মন্দ লাগে না। মনের আনাচ কানাচের অন্ধকার কোণগুলো খুশীর আলোয় ঝলমলিয়ে ওঠে। চলেছি মহীশূর থেকে কোডাগু বা কুর্গ জেলার মাডিকেরির পথে। সহ্যাদ্রি পূর্ব ঢালের একটি শৈলশহর। এসে অবধি সবুজে ঢাকা পরিচ্ছন্ন শহর মহীশূর বা মইসুরু কে ভালোবেসে ফেলেছি। কালো কু...