একটি মেয়ের প্রশ্ন

 নুদরত ফিজা


মেয়ে হয়েছে শুনছো সবাই নাম তার স্বাক্ষী,

প্রশ্ন তাহার অনেক আছে উত্তর দেবে কেউ কী?

মেয়ে হয়ে জন্মেছি, দোষটা কি আমার!

তাহলে কেন আমার সাথেই এমন অবিচার?

বড়ো হয়ে উঠতেই জন্মালো এত বাধ্যবাধকতা,

ছেলেদের সঙ্গেও হয় বুঝি এমন সীমাবদ্ধতা!

মেয়েদেরই কেন বলা হয় সব কিছু মানাতে 

মেয়েরা কী পারেনা কিছু বিষয় এড়াতে?

মেয়েদেরই কেন বলা হয় শিক্ষিত হয়ে লাভ কী? 

সেইতো শ্বশুরবাড়িতে হাড়ি চুলাই ধরবি! 

মেয়েরা কি কোনো বস্তু যে দান করতে হবে,

কেন কন্যাদান প্রথা চলছে আজও অবাধে?

মেয়েদের জন্য ধার্য বাপেরবাড়ি শ্বশুরবাড়ি,

আমি শুধাই নারী ছাড়া কোনো বাড়িই কী বাড়ি! 

যে দেশেতে দেবীপুজো  পালিত হয় খুশি মনে,

সেই দেশেতেই দেবীর সম্মানে এত দ্বিধা জাগেে মনে! 

পুরুতান্ত্রিক সমাজ তাই পুরুষকে বড় করে

মনে রেখো হে পুরুষ, তোমায় সেই নারীই গর্ভে ধরে।

মেয়েরা কি আদৌ পাবে স্বাধীনতা এ জীবনে?

হয়তো না। তাই শুনি সব কিছু মেনে নাও সহজ মনে।

এমন প্রশ্ন অনেক আছে, রেখে দিয়েছি মনে

উত্তর পাওয়াটা কঠিন অনে্‌ তাই,খুঁজছি মনে মনে।


*ছাত্রী, ২০২২





                                    

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পায়ে পায়ে প্রাসাদ নগরী...

এঞ্জেলবার্গের তিনটি দিন

সময়