পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি ও সমাজে তার প্রতিফলন ডঃ জাহ্নবি মুখার্জি* জনসংখ্যাতত্ব ভূগোলে জনসংখ্যা নিয়ে বা জনসংখ্যা সম্বন্ধীয় বিভিন্ন বিষয় নিয়ে অনবরত পরীক্ষা নিরীক্ষা চলতে থাকে আবার নানা পরিবর্তনও হতে থাকে। নতুন নতুন তত্বেরও জন্ম হয়। আমেরিকার Population Reference Bureau নামক একটি সংস্থা (Times of India August 23 rd , 2018) ভারতের জনসংখ্যার বিভিন্ন বয়সের হ্রাসবৃদ্ধির পরিবর্তনের একটি ইঙ্গিত দিয়েছে। বলা হয়েছে যে পৃথিবীর উন্নত দেশগুলির সঙ্গে সামঞ্জস্য রেখে ভারতেরও জনসংখ্যার বিভিন্ন বয়সের হ্রাসবৃদ্ধি ঘটছে। যেমন ২০৫০ সালে শিশুর সংখ্যা শতকরা ২০ ভাগ কমে যাবে এবং বয়স্ক লোকের সংখ্যা (এখানে ৬৫ বা ততোধিকের কথা বলা হয়েছে) এখনকার থেকে ৩ গুন বৃদ্ধি পাবে। ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কমে শতকরা ২২.৫ হবে। বয়স্ক লোকের সংখ্যা প্রতি ছয়জনের একজন হবে। এই প্রসঙ্গে বয়স্ক লোকেদের বৃদ্ধি ও বৃদ্ধির ফলাফল সম্বন্ধে একটি আলোচনা করা যেতে পারে। বয়স্ক মানুষের জনসংখ্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সমাজ ও সংসারের বিভিন্ন ক্ষেত্রে এর বিভিন্ন প্রতিফলন দেখতে পাওয়া যাচ্ছে। এখানে মধ্যবিত্ত শ্রেণী বা উচ্চমধ্যবিত্ত শ্রেণীর লোকেদে

Geo নয়, Graphics তবুও জিওগ্রাফি

ছবি
০৯/০৯/২০১৬ তনুজা পাল

গোদাবরীর তীরে একরাত্রি

ছবি
০৯/০৯/২০১৬ তানিয়া হালদার* ভ্রমণ পিপাসা থাকলেও বাবার চাকরির জন্য সাত বছর প্রায় গৃহবন্দী। তাই এবার প্রায় টেনে হিঁচড়ে বাবা মা কে নিয়ে বেরিয়েছিলাম তাও অবশ্য চিকিৎসা সূত্রে।এই ছোট্ট ভ্রমণ অভিজ্ঞতা অন্যতম হয়ে রয়েছে আমাদের প্রত্যেকের কাছে। প্লেন, মেট্রো, অ্যাপ ট্যাক্সি, অটো, বাস, রোপওয়ে, লঞ্চ, প্যাসেঞ্জার ট্রেন, সুপার ফাস্ট ট্রেন,টয়ট্রেন সবকিছুতেই আমাদের আরোহন করতে হয়েছিল এই ছোট্ট ভ্রমণে ।  আমার চিকিৎসা সূত্রে পাঁচই জুন আমরা হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম।চিকিৎসা ছাড়া সাত বছরের পুরনো ভ্রমণ তৃষ্ণা মেটানোর জন্য আমি অন্তর্জালের বিভিন্ন জালিকাবিন্যাস থেকে একটি জায়গার নাম খুঁজে পেয়েছিলাম। আমার বরাবরই একটু অন্যরকম জায়গা বেশি পছন্দের, যেখানে আগে খুব কম লোক গেছে বা দিঘা পুরীর মত রোজ সবাই যাওয়ার কথা ভাবেনা। তাই হায়দ্রাবাদের মত ঐতিহাসিক শহরের কোন দর্শনীয় স্থান ভ্রমণ না করেই পৌঁছে গিয়েছিলাম পাপি কোন্দালু। এখানে বলে রাখি নামটি মুখস্থ করতে আমায় বেশ বেগ পেতে হয়েছিল। যাই হোক স্থানটির পূর্ন পরিচয় আমি পরে আরও খুঁজে পেয়েছিলাম। অন্ধ্র্যপ্রদেশ আর তেলেঙ্গানা ভাগ হওয়ার আগে পর্যন্ত অন্ধ্র্যপ্রদেশ

তোমার বাস কোথা হে পথিক, দেশে কি বিদেশে

০৯/০৯/২০১৬ জয়া ঘোষ ছোটবেলা থেকেই শুনে আসছি মার্কিনি রা সব ব্যাপারে এগিয়ে। সময়ের পেছনে ছুটছে এই দেশ। সময়ের পেছনে না হয় ধাওয়া করা যায় কিন্তু সময়কে ঠেলে পেছনে ফেলে, সময়ের আগে ছোটার আশ্চর্য ঘটনাটি এদেশে আসার আগে জানা ছিলনা। মার্কিন মুলুকে এই অভূতপূর্ব ঘটনাটি ঘটে প্রতি বছর মার্চ মাসে। যখন বসন্ত দ্বারে এসে কড়া নেড়ে যায় তখন। হিসেব নিকেশে মার্কিনিদের জুড়ি   নেই। দেশের উন্নয়নের কথা ভেবে প্রয়োজনে প্রকৃতিকেও বশ মানাবার চেষ্টা করে থাকেন এঁরা। কিন্তু ঘড়ির কাঁটাকেও নিজেদের সুবিধামত নিয়ন্ত্রণ করেন এটা অনেকেরই অজানা। এবার এগারোই মার্চ ঠিক মধ্য রাত্তিরে সেই বিস্ময়কর কান্ডটি আবার ঘটল। আমেরিকার সব ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে দেওয়া হল। ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে দেওয়ার এই প্রথা কে বলা হয় 'ডে লাইট সেভিং টাইম'(Day light saving Time). এই ধরুন আপনি ১০ই মার্চ রাত দশটায় শুয়ে আট ঘন্টা ঘুমোবেন মনে করে, ভোর ৬টা র অ্যালার্ম দিলেন । পরের দিন অ্যালার্ম বেজে উঠল নির্ধারিত সময়ের এক ঘন্টা আগে। আপনার দেওয়াল ঘড়িতে   তখনও ভোর ৫টা। কম্পিউটার কিংবা ফোন অবশ্য নিজে থেকেই সময় সেট করে কিন্তু   নিজে হাতে দেয়াল ঘড়ি ব

অমরকন্টকের পথে

ছবি
০৯/০৯/২০১৬ মৌসুমী ব্যানার্জী এবার বেরোনটা অপ্রত্যাশিত ভাবে হয়ে গেল। ভোরবেলা ঠিক হল আগামীকালই বেরোন যাক। গন্তব্য অমরকন্টক। ব্যস্, দুপুরের আগেই ট্রেনের তৎকাল reservation. Sleeper class র ১টি মাত্র lower berth এবং ২টি waiting list ticket নিয়ে পরেরদিন রবিবার দুপুর 12.05 এ ট্রেন। আমার ঠিকানা উড়িষ্যার বেলপাহাড়, স্বামীর কর্মসূত্রে। মফস্বল শহর।কোয়ার্টার থেকে ১৫/২০ মিনিট দূরত্বে রেলস্টেশন, বেলপাহাড়। হাওড়া - মুম্বাই গামী সব ট্রেনেরই এই পথেই যাওয়া আসা। সময় মতো আমরা স্টেশনে পৌঁছলাম। ছোট্ট স্টেশন। পরিষ্কার পরিচ্ছন্ন। বড় বড় গাছপালা ঘেরা। গাছের ফাঁকে ফাঁকে সবুজ, বাদামী পাহাড়, নীল আকাশের উঁকিঝুঁকি। মার্চের দুপুরেও সুন্দর, মিঠে হাওয়া। শান্ত প্ল্যাটফর্মের আনাচে কানাচে নিশ্চিন্তে কয়েকটি কুকুর নিদ্রায় মগ্ন। প্ল্যাটফর্মের বেঞ্চে গিয়ে বসলাম। ট্রেন আধঘন্টা লেট। কোই বাত্ নহী। আমার মধ্যে সেই 'পথের পাঁচালি'র 'হাঁ করা ছেলেটা' মাঝে মাঝে উঁকি দিয়ে যায়। তখন মনটা যাই দেখে তাই দেখতেই থাকে। রোদ তো অনেকদিনই এমন ঝলমল করে ; সাদা সাদা মেঘের দলও এমনভাবে অনেক সময়ই নীল আকাশের মাঝে মাঝে আড্ডা জমায় অথ