প্রেয়সী মুখার্জী এই জন্মে আমি এক সাধারন কন্যা, কিন্তু বিগত বহু জন্মেই আমি নানা রূপে আবির্ভূত হয়েছি এই ধরাধামে। আজও আমার পূর্বজন্মের উপস্থিতির সন্ধান আমি পাই গাছের পাতায়, নদীর জলে কিংবা সমুদ্রের ঢেউয়ের গর্জনে। হ্যাঁ, এই পৃথিবীতে আমিই অবিনশ্বর, আমিই সত্য। তাই তো কবিগুরু লিখেছিলেন, "সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই।" মানুষই সত্য আর আমি মানুষ। মেয়েমানুষ বা মেয়েছেলে নই সম্পূর্ণ একজন মানুষ। আমিই সেই মানুষ যে প্রাক বৈদিক যুগে ' অপলা' নামে বিরাজিত ছিলাম , আবার পরবর্তী বৈদিক যুগে আমিই সেই ' গার্গী' । আমিই ছিলাম কালিদাসের ' শকুন্তলা' , আবার আমিই সত্যবানের প্রাণ রক্ষাকারী ' সাবিত্রী'। আমি আজও বৈকুণ্ঠ নিবাসী শ্রীনারায়নের সহধর্মিনী ' দেবী লক্ষী' , আবার আমার হরণের অপরাধে ত্রেতা যুগে ধ্বংস হয়েছিল সোনার লঙ্কা। আমিই সেই অভাগিনী নারী , ' রাধা' যেকিনা তার প্রাণাধিক প্রিয় কৃষ্ণকে কখনই নিজের করে পাই নি। আমিই পরমা প্রকৃতি আবার আমি দুর্গতিনাশিনী ' দেবীদুর্গ...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন