শূন‍্য

পাপিয়া চৌধুরী 


প্রাচীন ভারতীয় শাস্ত্রে 'শূন‍্য' - এর আবিষ্কার 

সমগ্র বিশ্বের অতীব গুরুত্বপূর্ণ 

বিবর্তনের পরিবর্তনের  সূচনা।


'শূন‍্য' তুমি শুধু তো কোন সংখ্যা নও

'শূন‍্য' তুমি শুধু তো কোন গাণিতিক ফল নও

'শূন‍্য' তোমার নিজস্ব নেই কোন অস্তিত্ব 

'শূন‍্য' তবুও তুমি এই জগতের ভারসাম‍্যের বাহক

তোমার দানেই তুমি অন্য কে করো অনন্য।


'শূন‍্য' থেকেই শুরু এ জীবনের সোপান 

'শূন‍্য' - ই জানতে সাহায্য করে 

           এই সাংসারিক জগতের মমত্ব মায়ার বন্ধন

'শূন‍্য' - ই তো পারে 

          আধ‍্যাত্মিক চেতনার বিকাশ ঘটাতে।


আমি কে?      'শূন‍্য' তেই তো থাকে উত্তরের দিশা 

আমার কর্ম কি?

 'শূন‍্য' - ই বলে দেয় কর্মের উদ্দেশ্য।


'শূন‍্য' এক গোলাকার আক‍ৃতির চিহ্ন

আর জীবনের গতি যদি মনে করি শূন্যেরই চাকা

জীবনের সমাধান তো তাহলে বলতেই পারি -


শূন্যেই যে চলার সূত্রপাত, শূন্যেই হয় তার সমাপ্তি 

মাঝে রয়ে যায় নানান 

যোগ, বিয়োগ, গুণ, ভাগের তাত্ত্বিকতার

আড়ম্বরপূর্ণ জাঁকজমকের বাহার।।


*ছাত্রী, ১৯৯৯ 

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পায়ে পায়ে প্রাসাদ নগরী...

এঞ্জেলবার্গের তিনটি দিন

সময়