এলাকাভিত্তিক উন্নয়ন
২০/১০/২০১৯ ডঃ জাহ্ণবী মুখার্জী * আমাদের দেশে এখন বেকারী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা। ২০১৪ সালে যখন পৃথিবীর গড় শ্রমিক জনসংখ্যার সংযুক্তির হার (Labour Force Participation Rate)ছিল শতকরা ৬৩.৫ ভাগ তখন ভারতের গড় শ্রমিক জনসংখ্যার সংযুক্তির হার ছিল শতকরা ৫৭ ভাগ। এই সঙ্গে আরও একটি খবর হল ২০২৭ সালে আরও দশ কোটি জনসংখ্যা কর্মক্ষম হবে (The Times of India 11 th December, 2018 Nagarik Note by PWC World Bank) ২০১১-১২ সালে যুব সংখ্যা প্রতি হাজারে ৪৫০ জন কর্মরত ছিল। প্রতি বছর এই সংখ্যাটি আরও বৃদ্ধি পাচ্ছে। এরা দেশের উৎপাদন ব্যবস্থায় বা উন্নতিতে কোন অংশগ্রহণ করতে পারছে না। শুধু তাই নয়, উচ্চশিক্ষিতদের চাকুরী পাওয়া যেমন কঠিন, গ্রামের তুলনায় শহরে চাকুরী পাওয়াও তেমনই কঠিন এবং পুরুষদের থেকে নারী শ্রমিক জনসংখ্যা সংযুক্তির হার অনেক কম। কিভাবে এই বিপুল সংখ্যার যুবক যুবতীকে কাজে নিয়োগ করা যায় সেই সম্বন্ধে একটা চিন্তা থেকে যায়। আমাদের কৃষিপ্রধান দেশে জনসংখ্যার বেশীরভাগ চাষের উপর নির্ভরশীল। এটা পুরোনো কথা, কিন্তু চাষযোগ্য জমির অভাব, উর্বরতা শক্তির হ্রাস, সেই সঙ্গে বৃষ্টির উপর নির্...