অতীত
টিনা মণ্ডল
শীতল রাতের আকাশ বেয়ে নেমে আসে একরাশ গভীর অন্ধকার,সে অন্ধকার যেনো শূন্যতা বোঝায়, সে গভীর অন্ধকার উপেক্ষা করে আকাশ এর দিকে তাকিয়ে দেখা যায় উজ্জ্বল তারায় অপরূপ সাজে সজ্জিত নীল আকাশ , সত্যিই প্রকৃতি কি অপূর্ব সুন্দর তাই না!
এতক্ষণ প্রকৃতির এমন সৌন্দর্য অনুভব করছিল নিরুপমা। বেশ অনেক্ষণ সে ছাদে,,রাত কতটা হয়েছে খেয়াল ছিলনা তার , কনকনে ঠাণ্ডা বাতাস বয়ে যাচ্ছে নিজের ছন্দে, শহরের বুকে বাড়ি হওয়ায় রাতের বেশ অনেকখানি সময় শহরের কোলাহল শোনা যায় । নিরুপমা মনে মনে বুঝতে পারলো নিজের বেখেয়ালে সে অনেকটা সময় বসে আছে ফাঁকা ছাদে, ঠাণ্ডার প্রকোপও বেশ বেড়েছে তখন ,, নিরুপমা নেমে আসে, ঘরে এসে দেখে ঘড়ির কাঁটার তখন ১টা বেজে ৩০ মিনিট ছুঁতে আর কিছু মুহূর্ত বাকি, মৃদু হাসলো সে! আনমনা হয়ে থাকাটা যেনো খুব বেশি সময় নিয়ে নেয় আজকাল তার ।
নিরুপমা বেশ সাহসী মেয়ে আর পাঁচটা মেয়ের মতো সে জীবনের ওঠাপড়ায় ভেঙে পড়েনি কখনও , তবে কিসের ভয়ে সে বন্ধুদের সাথে কখনও খোশগল্প করেনা, কখনও বাইরে বেরয়না ,কিসের ভয়ে সে নিজেকে লুকিয়ে রাখে ?! ছোটখাটো চেহারার এতো সুন্দর মলিন মুখটা কেনো সবসময় রক্তশূন্য, মায়াবী অথছ বিস্ফারিত দুচোখ যেনো অনেক কিছু বলতে চায় , কিন্তু বলেনি তো কখনও! কোনো বন্ধু বান্ধব কাউকে বলেনি তো তার কোনো দুঃখ যন্ত্রণার কথা, তার মা বাবা পরিবার??তার মা বাবা কি জানে তার নীরবতার কারণ?? হয়তো সত্যিই জানে তার পরিবার তাই হয়তো মেয়ের নীরবতার সঙ্গী তারাও,,তারাও বাইরের সবার কাছেই কিছু যেনো আড়াল করে রাখে, সে নিরুপমার যত শুভাকাঙ্ক্ষী হোক না কেন তারা নীরব থাকেন, কিন্তু কেনো ?!! কি সেই অতীত যার অতলে হারিয়ে গেছে ১৬/১৭বছরের সেই হাসিখুশি মেয়েটি,, তার সাথে আজকের ২৩ বছরের যুবতী নিরূপমার কি আদতেই কোনো মিল পাওয়া যায়?! তার বন্ধু-বান্ধবী, তার অফিস এর অনেকেই তাকে অনেকবার জানতে চেয়েছে কিন্তু কোনো উত্তর পায়নি!
টেবিল এর উপর থেকে জল এর বোতল টা নিয়ে একটু জল খেয়ে বিছানায় শুয়ে পরে সে , ভাবলো পাশের ঘরে মা বাবা ঘুমিয়ে পড়েছে এতক্ষণে , সারা বাড়ি তখন নিস্তব্ধ , নাইট বাল্ব এর মৃদু আলোয় নিরুপমার ঘরের অন্ধকারের গভীরতা বেশ কিছুটা কমেছে , কিছুক্ষন এ ঘুমিয়ে পড়েছে নিরুপমা।
সেদিন টিউশন ক্লাস ছুটি হতে রাত ৮ টা বেজে গিয়েছিল , গ্রামের অন্ধকার রাস্তা দিয়ে আসতে আসতে নিরুপমার ভয় লাগছিল,হঠাৎ তার মনে হলো কে যেনো তার পিছু করছে, "কে"? নাকি "কারা?"? তবে কি ভূত? ভীষন ভয় পেয়ে নিরুপমা আরো জোড়ে হাঁটতে লাগলো, কপাল থেকে ঘাম ঝরছে তার, হঠাৎ পিছন থেকে কে যেনো তার হাত ধরলো অন্য আরেকজন কেউ পিছন থেকে মুখ চেপে ধরেছে, আর বুঝতে বাকি নেই কোনো ভূত নয় কোনো প্রেত আত্তা নয় এজে মানুষরূপী জানোয়ার!! নিরুপমার চোঁখে শুধু অন্ধকার তখন, ভয়ে তার শারীরিক শক্তিও যেনো অক্ষম হয়ে গেছে, তার গায়ের উপর পুরুষ হাতের শক্তি তখন প্রবল ,, নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্ঠা করছে নিরুপমা, কিন্তু ১৭ বছর বয়সী সেই মেয়েটির শক্তিই বা কতখানি যে সে ৪ জন পুরুষ এর শক্তির কাছে জিতে যায়!! নিরুপমার সাহায্য চাওয়া চিৎকার আর অসহায় কান্না আর কতগুলো শয়তানের অট্টহাসির শব্দ তখন চারিদিকে, কোনো সাহায্যের হাত নেই যে নিরুপমা কে বাঁচাবে, চিৎকার করে বিছানায় উঠে বসলো নিরুপমা, শীতের ভোরে তার শরীর ঘামে ভিজে গিয়েছে, সবে সবে ভোরের আলো ফুটছে পাখির ডাক ভেসে আসছে,নিরুপমা বুঝল স্বপ্ন দেখেছে সে, সত্যিই কি স্বপ্ন?! নাকী তার জীবনের সেই না বলা ভয়ংকর অতীত যার গভীরতায় হারিয়ে গিয়েছিল সেই হাসি খুশি কিশোরী?!!!
*ছাত্রী ,পঞ্চম অর্ধবর্ষ, ২০২৪
Bhalo hoyeche
উত্তরমুছুনভালো লাগলো 🩷
উত্তরমুছুনKhub sundor likhechis Tintin❤
উত্তরমুছুন