বৈষম্য



শরণ্যা সরকার




কিছুদিন আগে খবরে একটি ঘটনার কথা পড়ছিলাম, একটি ছেলে তার দিদিকে নৃশংস ভাবে খুন করেছে। কারন হল সেই এক, মান রক্ষার জন্য হত্যা, যাকে বলে 'honour killing'। সত্যি বলতে কি, পুরুষজাতির এই অত্যাচার এবং জোর খাটানোর কথা তো আর নতুন কিছু নয়, রোজকার খবরের কাগজ খুললে প্রত্যেক পাতায় খুন এবং ধর্ষণের খবর থাকবেই থাকবে। কিন্ত বিশেষ করে এই খবরটি আমায় খুবই ভাবিয়েছিল, নৃশংসতার জন্য নয়, কিন্ত যাদের এই দেশের ভবিষ্যৎ মনে করা হয়, এই তরুণ প্রজন্ম, যাদের উপর সকলের অগাধ বিশ্বাস এবং ভরসা, সেই একটি তরুণ আজকের দিনে দাড়িয়ে যে এরকম একটি বিকৃত মানসিকতা বহন করে চলছে, সেটা যেন আরও ভয়ঙ্কর। এতো মাত্র একটা, এরকম যে আরও কত আছে আমাদের কোনও ধারণা নেই।

আমাদের এই এক অদ্ভুত নারীবিদ্বেষী সমাজ। এখানে ঘটা করে নারীর আরাধনা হয়, আবার ডাইনি অপবাদে নারীদের জ্বালিয়ে দেওয়া হয়। যমের দুয়ারে পরল কাঁটা বলে ভাইদের ফোঁটা দেওয়া হয় তাদের মঙ্গল কামনা করে, কিন্তু পরে কখনো তাদের আচরণ দেখলে মনে প্রশ্ন জাগে। পছন্দের পুরুষকে বিয়ে করলে বাড়ির সন্মানহানী, আবার বাড়ির মতে বিয়ে করলে অন্য পুরুষের রাগ। এখানে আমাদের প্রত্যেকটা পদক্ষেপ ফেলতে হয় মেপে, কারন আমাদের সমাজ আর কিছু জানুক বা না জানুক, নারীদের সন্মান করতে জানেনা। যতটুকু করে, সেটা সামাজিক চাপে, একটু পরে আসল রূপ বেড়িয়ে আসে। তসলিমা নাসরিনের একটি লেখা পড়েছিলাম, উনি লিখেছিলেন, কোথাও কোনো ছেলে অশোভন আচরণ করলে তাকে তিরস্কার করে বলা হয়, 'আপনার মা বোন নেই?' কোনো রকম সামাজিক সম্পর্ক না থাকলে কি নারীদের সন্মান করতে নেই? নারী মানুষের মর্যাদা পাক নিজের অধিকারে, কারুর মা, বোন বলে নয়।

আমাদের দেশে, আমাদের সমাজে নারী এবং পুরুষ সমান ইত্যাদি বললেও পরিপূর্ণ নারী স্বাধীনতা এখনও আসেনি। তলিয়ে দেখতে গেলে অনেক বিষয় উঠে আসে, সে রাজনৈতিক হোক বা অন্য, কিন্তু সে প্রসঙ্গে যাচ্ছিনা। বহু উপন্যাস, গল্প, কবিতা, সিনেমা আছে, যা নারীদের কথা বলে। নারী স্বাধীনতা এমন একটি বিষয়, এ নিয়ে আলোচনার, তর্কের কোনো শেষ নেই, নানা মানুষের নানা বক্তব্য এই বিষয়ে। মজার ব্যাপারটা হল, ironically, বেশির ভাগ সেই সিনেমা বা উপন্যাস আজকের দিনেও সমান ভাবে প্রাসঙ্গিক। 'দহন'এর সেই নির্যাতিতা নারী আজও আছেন, আছে টালিগঞ্জ মেট্রো স্টেশন চত্বরে দাড়িয়ে থাকা গুন্ডার দল। আছে মনের মধ্যে একটি চাপা ভয়। শুধু তাদের নিয়ে উপন্যাস লেখার কেউ নেই। বদলেছে শুধু সময়টা।

তাই মাঝে মাঝে মনে প্রশ্ন জাগে, সময় এবং প্রযুক্তি ছাড়া খুব একটা কি কিছু বদলেছে? আশাকরি একদিন আমরা বদল আনতে পারবো।
*ছাত্রী, সাম্মানিক প্রথম অর্ধবর্ষ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পায়ে পায়ে প্রাসাদ নগরী...

এঞ্জেলবার্গের তিনটি দিন

সময়