পড়ার ফাঁদে
১৯/১০/২০১৭
শ্রীপর্ণা বিশ্বাস*
ভূগোল বড়োই জট পাকানো বড্ড চাপের বিষয়,
তবুও তাতেই অনার্স নিলাম দেখি এবার কি হয় !
ফার্স্ট ইয়ার এর 'tectonic' আর 'morphology'-র জ্বালায়
বই খুললেই বিদ্যে আমার জানলা দিয়ে পালায় ।
তবুও তাতেই অনার্স নিলাম দেখি এবার কি হয় !
ফার্স্ট ইয়ার এর 'tectonic' আর 'morphology'-র জ্বালায়
বই খুললেই বিদ্যে আমার জানলা দিয়ে পালায় ।
'Hydrology', 'oceanography' তাও কিছুটা সোজা,
সত্যি বলতে ভূগোল নিয়ে পড়াশোনাটাই বোঝা ।
সেকেন্ড ইয়ার আরোই সোজা ভেবে নিজের মতো,
সত্যি বলতে ভূগোল নিয়ে পড়াশোনাটাই বোঝা ।
সেকেন্ড ইয়ার আরোই সোজা ভেবে নিজের মতো,
'Soil-bio'র সাথেই আমার ভাব জমালাম যতো ।
তারপরে সেই ভাব ভাঙতে 'Social' এলো মাঝে,
বুঝেই নিলাম ভূগোল বিষয় ভীষণ আজেবাজে ।
বুঝেই নিলাম ভূগোল বিষয় ভীষণ আজেবাজে ।
থার্ড ইয়ারে উঠেই আমার চিন্তা শুরু যতো,
'thought'টা ভীষণ কঠিন হলেও চালিয়ে
নেওয়ার মতো ।
'Population', 'settlement', আর Regionalটা নিয়ে,
ডুবতে ডুবতে বেঁচে গেছি শেষ প্রান্ত দিয়ে ।
এসব শেষে দাঁড়িয়ে আজকে একটা কথাই মানি,
আমরা কেবল ভূগোল পড়তে মুখস্থ টাই জানি ।
কনসেপ্টটা ধূসর রেখে নোটস্ টাকে নিই বেছে
তাই আমাদের ভূগোলটা আজ কঠিন হয়েই বেঁচে ।
ডুবতে ডুবতে বেঁচে গেছি শেষ প্রান্ত দিয়ে ।
এসব শেষে দাঁড়িয়ে আজকে একটা কথাই মানি,
আমরা কেবল ভূগোল পড়তে মুখস্থ টাই জানি ।
কনসেপ্টটা ধূসর রেখে নোটস্ টাকে নিই বেছে
তাই আমাদের ভূগোলটা আজ কঠিন হয়েই বেঁচে ।
এতোকিছু দেখার পরে একটা প্রশ্ন জাগে,
"পৃথিবীটাকে জানতেও কি নোটস্-সাজেশন লাগে?"
"পৃথিবীটাকে জানতেও কি নোটস্-সাজেশন লাগে?"
*সাম্মানিক , ২০১৮
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন