সবুজ শৈশব সবুজ ভাবনা
১৯/১০/২০১৭ আয়েশা সুলতানা * ১৮নং পার্কসার্কাস রোডের তেতলা বাড়িতে সকাল শুরু হয় পাঁচ বছরের ছোট্ট মেয়ে তিয়ার প্রশ্নপর্ব দিয়ে । ছোট্ট মেয়ে রোজ নতুন নতুন ভাবে পৃথিবীটাকে আবিষ্কার করছে একটু একটু করে । তার প্রশ্ন ও শুনে বাবা মাও বুঝে উঠতে পারেনা যে এত প্রশ্ন কোথা থেকে আসে ? ক্লাস টিচারের কাছ থেকে ও নালিশ আসে তিয়া ইজ এ ভেরি টকেটিভ গার্ল হিসাবে । এখানেই শেষ নয় , হাতে একটা পেন্সিল নিয়ে তিয়া দেওয়ালকে বলবে , “ কি অঙ্ক হল ! অঙ্ক করতে এতক্ষণ লাগে ?“ টেবিলকে বলবে , “ আবার কথা বলছ – কথা বললে , কান ধরে বের করে দেব । এখনও অঙ্ক হলনা । ওখানে কে ? ও তুমি !” আসলে তিয়ার নজর তখন পাখাটার দিকে । পাখাটিকে বলবে , “ কাল আসনি কেন ! পেটব্যাথা ! দরখাস্ত করতে বলবে তোমার বাবাকে । বলবে মিস বলেছেন । মাঝে মাঝে তিয়ার বাবা পেছন থেকে চুপিচুপি এসে দাঁড়িয়ে এই সব দেখে হো হো করে হেসে ওঠেন । তারপর বাবা মেয়ের প্রশ্নোত্তর পর্ব শুরু । স্কুলে সারাদিন কি হয়েছে ? মা কতবার বকা দিয়েছে , আর কি ক...