চোর এবং চুরি

জীনাত্ সানজিদাহ্ 






জগতে চোর নয় কে?  

সবাই চুরি করে
কেউ যেমন ঘটি বাটি চুরি করে
তেমনি কেউ চুরি করে বিশ্বাস, ভরসা
কেউ চুরি করে স্বাচ্ছন্দ

যা পাওয়ার কথা ছিল না
তা দাম না দিয়েই কেড়ে নেয় ছলে বলে কৌশলে
যার থেকে কেড়ে নেয়া হচ্ছে সে হয়তো জানতেও পারেনা।আর.... যদি ইচ্ছে হয় চুরি করার

তাহলে মানুষের মন  চুরি করবেন না হয়

' চুরি বিদ্যা মহা বিদ্যা যদি না পড়ো ধরা'                                                                                                                                                                                

 তবে মন চুরি করে ধরা দিলে সেই চোরের শাস্তি হয় সারাজীবন একে অপরের সঙ্গে প্রবাহিত হওয়া
একদম উৎস থেকে মোহনা অবদি

কি আপনিও হাসছেন বুঝি
তাহলে আপনিও  একমত


*ছাত্রী, ২০২৪





মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হিমালয়ের কঠিন ট্রেক; জংরি-গোচা লা

পায়ে পায়ে প্রাসাদ নগরী...

অপেক্ষা