পৃথিবীর উপাখ্যান

নাফিসা ইয়াসমিন





পৃথিবীর আছে আপন নিয়ম, 

গড়বে ভাঙবে সৃষ্টি সকল। 

টগবগিয়ে প্রবল উষ্ণ হয়ে, 

তুষার যুগকে আনবে ডেকে ।


নতুন প্রাণকে বাসে ভালো, 

পুরনোকে সে দেয় বিদায়। 

কালের এমন সঠিক নিয়মখানা, 

চলছে না-জানা লংগ্ন থেকে । 


এল-নিনোর দুষ্টুমি ছিলো আছে, 

থাকবে লা-নিনাকে সঙ্গে নিয়ে।

ঠাণ্ডা জলকে দূরে ঠেলে, 

বাণিজ্য বায়ুকে দুর্বল করে।


সময় অনেক দিয়ে ছিলো, 

আধুনিক মানব এই সভ্যতাটাকে । 

বিজ্ঞান প্রযুক্তি জ্ঞানের দম্ভে, 

মানুষ তবে ব্যর্থ এ জীবনে।


উন্নয়ণ, সে যে অবশ্যম্ভাবী, 

আকাশ চূড়ায় জয়ের ঢাক । 

কলঙ্কিত হলো সে যে, 

অপরিকল্পিত সকল রূপ রেখায় ।


নিজের সুবিধা বুঝবে মানুষ, 

নেই কোনোযে দোষ সেথায়।

বেশি পাবার লোভে বশে, 

যাবার বেলা দ্রুত ঘনায়।


পৃথিবী আজ চায়না এমন, 

শৃঙ্খলা হীন মানব সমাজ। 

এলনিনো তাই আসছে ঘুরে, 

সাতের জায়গায় দুই বছরে ।


বাড়ি রাস্তা আর সুখসুযোগ,

সব থাকবে বাস্তব জীবন।

পরিকল্পনা কেবল সঠিক চাই, 

বাঁচাতে এই মানব কুল।


সঠিক জায়গায় সঠিক গাছ, 

মিষ্টি জলের ন্যায্য ব্যাবহার ।

মাটির সন্মান বজায় রেখে, 

বর্জ্যর সু চিন্তিত প্রতিকার ।


*ছাত্রী, ২০০১

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হিমালয়ের কঠিন ট্রেক; জংরি-গোচা লা

পায়ে পায়ে প্রাসাদ নগরী...

অপেক্ষা