সময় হয়েছে


 সোহিনী কোলে


আজ সময় হয়েছে-

নিজের মত প্রকাশ করার

সময় হয়েছে,

নতুন করে জগত চেনার

আজ সময় হয়েছে,

না বলার আর অন্যায়ের প্রতিবাদ করার।।

হারিয়েছি আমরা মনুষ্যত্ব

জীবনে শুধু রাজনীতির ব্যস্ততা,

বানিয়েছে আমাদের নিরুপায়

হারিয়ে গেছে সেই শিখা,

যা ছিল ইতিহাসের পাতায়।।

সময় হয়েছে,

ঠিক-ভুল বোঝার

সময় হয়েছে,

জগতকে পালটে, হাতে হত রেখে এগিয়ে চলার।।

আর কবে ফিরব আমরা নিজেদের পথে,

আর কবে বিচার পাবে তিলোত্তমা,

আর কবে স্বাধীন হয়েও স্বাধীন হব মন থেকে।।

সময় হয়েছে,

মহা-সংগ্রামে যোগ দেওয়ার

আর মানবো না,

এই অবিচার-অত্যাচার

এসো একসাথে এগিয়ে চলি,

নব-জাগরণের দিশায়।।

*ছাত্রী ,পঞ্চম অর্ধবর্ষ, ২০২৪

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হিমালয়ের কঠিন ট্রেক; জংরি-গোচা লা

পায়ে পায়ে প্রাসাদ নগরী...

অপেক্ষা