সুন্দরীর উপাখ্যান

 নাফিসা ইয়াসমিন






হোগাল ছাওয়া ঘরের দ্বারে, 

গরম ভাতের হাঁড়ি রেখে ।

মধুর খোঁজে যাই হারিয়ে, 

সুন্দরী ঐ বনের মাঝে ।


দামি নয় কাঠ যে তার, 

জ্বালানিছাড়া তেমন নেইকো দরকার।

পেটের দায়ে তবুও যাই, 

ছোটো নৌকার দাঁড়টি বাই ।


জাতীয় উদ্যানের শিরোপা তার, 

দুনিয়ার কাছে অপার বিস্ময় । 

ভূ-ভারতে নেই যে আর, 

রাজকীয় এমন বাঘের আসর ।


কালের সকল নিয়ম মেনে, 

উন্নয়ণের ঢেউ এর তালে ।

পর্যটন আসলো ঘরের দোরে, 

নানাবিধ বিলাসিতা গাছগাছালির দফারফা ।


প্রকৃতি প্রেমী তকমা নিয়ে, 

ভিড় জমলো রিসোর্ট ক্রুসে । 

ভয়পেয়ে সে রাজার রাজা, 

ভাগলো গভীর জঙ্গলে ।


কাঠ হোক বা মধুরমোহ, 

জঙ্গল ডাকে আজ এখনও।

মাছ -কাঁকড়া বেঁচে তবে, 

চাল ডাল আসবে ঘরে ।


থাকা খাওয়া দুটোই অপ্রতুল, 

সহজ নিশানা মানুষ এখন। 

বাঘ বিধবা বাঘে খাওয়া, 

ঘরে ঘরে দক্ষিণরায়ের দয়া।


সস্তা-দামী প্যাকেজ ট্যুরে, 

ইলিশ উৎসব আর নেশার টানে।

বনবিবির আজ বিরাগ ভাজন, 

বিশ্ব ঐতিহ্যর ধূলায় অঙ্গন ।


*ছাত্রী, ২০০১

মন্তব্যসমূহ

  1. ভয়ঙ্কর বাস্তব চিত্র ...খুব সুন্দর ভাবে উপস্তাহাপিত কবিতা র মাধ্যমে ....
    স্যালুট...

    উত্তরমুছুন
  2. খুব সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে।💝

    উত্তরমুছুন
  3. Sudeshna Sanyal- খুব সুন্দর আর সহজভাবে তুমি কঠিন পরিস্থিতির বর্ণনা করেছ।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হিমালয়ের কঠিন ট্রেক; জংরি-গোচা লা

পায়ে পায়ে প্রাসাদ নগরী...

অপেক্ষা