জীবন ধারা

সঙ্গীতা সেন 






ধূসর ওই তটের পরে,

শঙ্খ ঝিনুক আঁকে বাঁকে।     


মাথার পরে কৃষ্ণঘন

ঝরায় বারি শিশিরসম।


ক্লান্তক্লেশে স্তব্ধ পথিক,

দৃষ্টি মেলে নীলের পর।

ছোট্ট খেয়া উজান বায়,

তীরের পথিক ভাসতে চায়।


হিয়ার মাঝির পরানখানি

ছুঁইছে তটের পাথরখানি।

শ্রান্ত পথিক বাইতে যায় ,  

নাইকো তার কোথাও ঠায়।


দুই পরানের মহামিলন

তটের রেখায় আত্মকথন,

সাগরতীরের শুভ্রচাদর

মেলায় স্মৃতি জীবনভর।।


*ছাত্রী, ২০১৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পায়ে পায়ে প্রাসাদ নগরী...

এঞ্জেলবার্গের তিনটি দিন

সময়