গোধূলি

 

মন্দিরা রায়

 





আগুন রঙা

মেঘের ভেতর

পুড়ছে হৃদয় কার?

যন্ত্রনা আর হাহাকার এর নিশ্চুপ চিৎকার। 


যাওয়ার বেলায়

রাঙা রং

ছড়িয়ে দিয়ে বুকে,

বলতে কি চাও!

সন্ধ্যে আঁধার

নিয়ে একাকার

থাকবো আমি সুখে!

 

রাঙা আগুন বুকে নিয়েই হাসবো

জয়ের হাসি,

যতই ভরুক

আকাশ জুড়ে

কালো মেঘের রাশি।

 

রাঙা মেঘের

রাঙা আলোয়

নব বধূর সাজে,

অপরূপা মিষ্টি মধুর হাসি ঝরে লাজে।

কার বুকেতে

আগুন দিয়ে

যাচ্ছো তুমি বঁধু?

নাকি, তোমার বুকেও চিতার আগুন,

হাসছো মুখে শুধু!

 

গনগনে রং

ছড়িয়ে যেথায়

ওই আকাশের বুকে,

দুঃখরা সব

পুড়ে পুড়ে

সেথায় থাকে সুখে।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পায়ে পায়ে প্রাসাদ নগরী...

এঞ্জেলবার্গের তিনটি দিন

সময়