সময়

 নুদরত ফিজা


সময় চলে নিজের মতন

তোয়াক্কা করে না

আমরা বরং খাপখাওয়াই

নিজেকে সময় এর দাসের মতন।

 

অনেক কথাই মনে পরে

অনেক স্মৃতি জুড়িয়ে যায় 

আগের সময় ফিরে এলে

রাখতাম তাকে আগলে ধরে।

 

মনে হচ্ছে অনেক সময়

চলে গেছে পার করে

তখন তাকে মূল্য দিনই

তাই বুঝি সে রাগ করে। 

 

সেও গেছে পর করে

সেই অনেক দূর দুরন্তে 

যেখানে সে ভালো থাকবে

তাই আমিও রাখিনি তাকে আপন করে।

 

জোর করে কি সব জেতা যায়

এই জীবনে নাহয় হেরেই গেলাম 

অপেক্ষা করে মন তবুও

মনকে তাই আশ্বাস দিলাম।

 

বোকা মন শোনেনা বারণ

এখনো ভাবে সবাইকে আপন

আরে ধুর পাগল তুই বোকা অনেক

এই জীবনে কেউ নেই আপন।

*প্রাক্তন ছাত্রী, ২০২২

মন্তব্যসমূহ

  1. লেখাটা ভালই হয়েছে। লেখার অভ্যাস টা চালু রাখবি তাহলে আরো ভাল লেখা হবে । All the best ♥️

    উত্তরমুছুন
  2. খুব ভালো লাগলো....এগিয়ে চলো।

    উত্তরমুছুন
  3. ভাবনাটা খুব ভালো। সুন্দর লিখেছো 👍

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পায়ে পায়ে প্রাসাদ নগরী...

এঞ্জেলবার্গের তিনটি দিন