ধ্রুবতারা

সুদীপা সরকার






আকাশ পানে চেয়ে থাকি,

জ্বলছে একটি তারা।

নাম না জানা মুক্ত পাখি 

উড়ছে বাঁধনহারা।

হঠাৎ সেই পুবের হাওয়ার মিষ্টি আকর্ষণে

সর্বসুখের অধিকারী একাই এ ভুবনে। 

নীল আকাশে ঘুরছে শুধু করছে একাই রাজ,

মুখে তার দৈব আলো ভরা আছে লাজ।

এই মধুর আবেশে হৃদয় বিকল,শরীর শীতল,

তারার কাছে পৌঁছানোর আনন্দে হারিয়েছে তল।


*ছাত্রী, ৫ম অর্ধসাম্মানিক 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পায়ে পায়ে প্রাসাদ নগরী...

এঞ্জেলবার্গের তিনটি দিন

সময়