শৈল শিখর

 পাপিয়া চৌধুরী 







ইচ্ছে জাগে শরীরের সমস্ত শক্তির

নির্যাস একত্রিত করে তোমার কাছে

এক দৌড়ে ছুটে চলে যাই।


তুষার ধবল চির তারুণ্যে ভরপুর গিরি শৃঙ্গ তুমি

তোমার অবর্ণনীয় তুলনা শুধুই তুমি 

তোমার পাকদন্ডীর পথ

পদে পদে বিপদসংকুলনতা

ব্লিজার্ড গিরিখাতের আকর্ষণের

মোহের আবদ্ধে মোহান্বানিত।


তুমি দুর্গম তুমি স্থির

তোমার রূপের ছটায় আমার শরীরে 

খেলে যায় বিদ‍্যুৎ তরঙ্গের স্রোত 

তাই তো তোমার হাতছানি

উপেক্ষা করা অসহনীয়।


তুমি ধরণীকে করেছো উর্বর

তোমার স্রোত ধারায় নদীই

সভ‍্যতা কে প্রাণদান করেছে।


তোমার জলপ্রপাতের ধারা

বসুন্ধরা কে দিয়েছে বেঁচে থাকার অনুপ্রেরণা,

তোমাকে আশ্রয় করেই জীবজগৎ

সাজিয়েছে তার সাংসারিক বিস্তার।


হিমের আলোর শোভায় আলোকিত 

স্বর্ণাজ্জ্বল তুমি 

তাই তো অভিযাত্রীদের মনের 

বাসনা ও তুমি লক্ষ্য ও তুমি।


তুমি ও মনোগ্রাহী অপরূপা 

ভুবনমোহিনী শৈল শিখর।


*ছাত্রী, ১৯৯৯

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অপেক্ষা

প্রথমা

হিমালয়ের কঠিন ট্রেক; জংরি-গোচা লা