প্রকৃতির অভিশাপ

 নুদরত ফিজা



 

সারা বিশ্বে কীরকম একটা পরিবর্তন হল

কেউ কী জানে এমন পরিবর্তন কেন হল!

পৃথিবীতে ভয়ংকর এক দস্যু এল

পৃথিবীটাকে অসুস্থ করে চলে গেল।

 

এই দস্যুর উপসর্গ নানারকম

কখনো হাঁচি, কখনো কাশি-

কী করে বোঝাবো 

কীরকম।


এইসব উপসর্গ হওয়ার ফলে

অনেক মানুষের মরণ হল;

কেউ বিছানায় কেউ বা মাঠে

কেউ বা শ্মশানে পড়ে রইল।

 

স্কুল কলেজ সব 

করে দিল বন্ধ

ছাত্রছাত্রীরা এমন ছুটি 

হয়ত পায়নি কখনো।

 

বই বদলালো  PDF 

কক্ষ বদলালো Google Classroom এ,

পরীক্ষা হল online 

স্কুল ছিল শীতঘুমে।

 

AC, Refrigerator ব্যবহারের ফলে

হল CO2 এর বৃদ্ধি,

শেষ পরিস্থিতিতে দেখা দিল 

 O2 এর ঘাটতি।

 

প্রকৃতিকে আমরা নোংরা করেছি

Plastic দিয়ে মুড়ে,

তাই মরণের পরে যেতে হল

আমাদের plastic দিয়ে মুড়ে।

 

কোথায় গেল অর্থ,

কোথায় গেল power!

সবকিছুই তো মানছে হার

এই পরিস্থিতিতে বারবার।

 

 ধর্ম নিয়ে জ্বলছে সবাই 

অমান্য সব বিনতি,

কোন জাতিটা বেঁচে গেল?

বদলালো কার নিয়তি!

 

কোন মন্ত্রীর কথা গুলো 

আজ হল সত্যি,

 AC ভরা হাসপাতালে 

অক্সিজেনের ঘাটতি।

 

২০২০,২০২১ কেন যে

এই রকম সাজা দিল!

এটাই হয়ত প্রকৃতি কে

অত্যাচার করার বিচার হল।


*ছাত্রী, সাম্মানিস পঞ্চম অর্ধ বর্ষ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পায়ে পায়ে প্রাসাদ নগরী...

এঞ্জেলবার্গের তিনটি দিন

সময়