করোনা কথন

২০/১০/২০২০

মনামী মুখার্জি*

৩১ শে ডিসেম্বর,২০১৯ এ চীনের উহান শহরে,অজানা ভাইরাসের সংক্রমণের খবর প্রকাশিত হয় এবং নতুন একধরনের ভাইরাস শনাক্ত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়।৫ই, জানুয়ারী WHO নতুন ভাইরাসের মাধ্যমে এটি ছড়িয়ে পড়ার প্রতিবেদন প্রকাশ এবং সতর্কতা জারি করে। ১২ই জানুয়ারী, চিন ,”নভেল করোনা ভাইরাসের”  জেনেটিক সিকোয়েন্স প্রকাশ করে। ২২শে জানুয়ারী ভাইরাসটি  মানুষ থেকে মানুষে ছড়িয়ে পরে।

৩০শে জানুয়ারী WHO বিশ্বব্যাপী্ স্বাস্থ্য জরুরী অবস্থা ঘোষণা করে।

২রাই ফেব্রুয়ারী চীনের বাইরে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে  ‘ফিলিপিন্সে’।

১১ই-১২ই ফেব্রুয়ারী করোনা ভাইরাসের কারনে রোগের আনুষ্ঠানিক নামকরন হয় ‘COVID-19’, তত দিনে বিশ্বব্যাপী ১হাজার মানুষের মৃত্যু হয় এই রোগে।

৭ই মার্চ আরও বিশ্বে COVID-19 আক্রান্তের সংখ্যা ১লক্ষ ছাড়ায়।

১১ই মার্চ WHO করোনা ভাইরাসকে ‘Pandemic’ মহামারী ঘোষণা করে।

পরবর্তী মাসের মধ্যে আক্রান্তের সংখ্যা ১ কোটি ছাড়িয়ে গেল। গোটা বিশ্বকে যে এমন ভাবে ওলট পালট করে দেবে কেউ ভাবতেই পারেনি। COVID-19 কে নিয়ন্ত্রন করতে বিভিন্ন দেশ বিভিন্ন আইন জারি করেছে, বিশেষ করে স্বাস্থ্য বিধির উপর।তবে পৃথিবীর সব দেশই কতগুলি সাধারন নিয়ম মানতে বাধ্য হচ্ছে। আর তার মধ্যে উল্লেখযোগ্য হল Lockdown, Social distancing, Mask পড়া, Sanitized করা, Quarantine isolation, এর সাথে সাথে খাওয়াদাওয়ার উপর ও গুরুত্ব দেওয়া হচ্ছে যাতে শরীরের প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায় যেমন- Immunity boosting খাবার গ্রহন করা,    Vitamin-C,  Vitamin-D,  Zinc যুক্ত খাবার গ্রহন করা। যেহেতু এই  COVID-19  এর যথোপযুক্ত ওষুধ এখনো বের হয়নি, তবে বিশ্ব এর বিজ্ঞানিগন  Vaccine বের করার জন্য দিনরাত পরিশ্রম  করে চলেছে। ভারতবর্ষও পিছিয়ে নেই।

এই এ জিনিসপত্রের দাম বাড়ার সাথে সাথে দেশের অর্থনীতিও অনেকটা বিপদের সম্মুখীন। তবে এখনও বেশ কিছু মানুষ সচেতন নন। তারা নিয়মিত বাড়ির বাইরে বেরান এবং কিছু মানুষ মাস্ক পড়ার ব্যাপারেও সচেতন নন। কিন্তু আমাদের উচিত এখন খুব জরুরি দরকার না  থাকলে  বাড়ির বাইরে না বেরানো এবং বেরালেও সবকটি নিয়ম মেনে বেরানো। এই সময় মন ভালো রাখতে হবে এবং ভয় পেলে চলবেনা। নিয়মিত শরীর চর্চা করা, ভালো বই পরা, পরিবারের সাথে সময় কাটানো, আগে ব্যস্ত দিনে  যেসব কাজ করা হয়ে ওঠেনি এখন সেগুলো শেষ করা। এগুলোর মাধ্যামেই নিজেকে ভালো রাখতে হবে। 

বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষের মৃত্যু, কোটির উপরে আক্রান্ত হওয়া সত্ত্বেও কিছু সুখবর আসছে। যেমন রোগী দ্রুত সুস্থ হয়ে উঠছে মৃত্যুর হার কমছে, কিছু Tablet ও বের হয়েছে যেগুলো ভালো কাজও করছে।এর মধ্যে Vaccine যদি  বেরিয়ে যায় তাহলে তো মানুষের জীবনে সোনালি রেখা আবার দেখা দেবে। এই সোনালি আলোর রশ্মি দেখার জন্য গোটা পৃথিবী  বিস্ফারিত চোখে তাকিয়ে আছে। 

তাই বিশ্বময় স্লোগান উঠুক, আর আমরাও মুখে হাসি নিয়ে বলে উঠি, “মহামারী করোনা ভাইরাসকে পরাজিত করে আমরা জিতব ,জিতবই”।

*সাম্মানিক তৃতীয় অর্ধবর্ষ, ২০২০

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হিমালয়ের কঠিন ট্রেক; জংরি-গোচা লা

পায়ে পায়ে প্রাসাদ নগরী...

অপেক্ষা