নতুন পাঠ
২০/১০/২০২০
মৌসুমি মন্ডল*
করোনা করোনা করোনা
এটাকে ভয় পেও না।
গৃহবন্দী সবাই জানি
তবুও কিছু নিয়ম চলো মানি।
সামাজিক দূরত্ব করি অবলম্বন
যাতে সুস্থ থাকি সারাটা জীবন।
মাঝে মাঝে হচ্ছে খারাপ মনটা
ভাবছি কবে যাবে এই মারাত্মক অসুখটা।
নতুন নতুন শিখছি অনেককিছু
করছি শুধু দুষ্টুমি, আর ঘুরছি মায়ের পিছু পিছু।
লকডাউন বেড়েই চলে ততই বাড়ে কষ্ট
অনলাইন ক্লাস আর ইন্টারনেটের সমস্যায় জীবনটা অতিষ্ট।
কিছু কিছু মাথায় ঢোকে, আর কিছু ঢোকে না
কিছু কিছু উত্তর মেলে, আর কিছুর জবাবই পাই না।
এইভাবেই ঠিক দিনটা বেশ কাটে,
টিভি খুললেই করোনার ভয় ঘুরে ফিরে আসে।।*ছাত্রী, সাম্মানিক পঞ্চম অর্ধবর্ষ
Baah ..kobita r madhyom e dinjapon er katha khub sundar likhechho..
উত্তরমুছুনআরে কোনটার জবাব পায়নি বলে না!!!
উত্তরমুছুন