সুপার সাইক্লোন "উম্ফান"

২০/১০/২০২০

বনশ্রী নাড়ু*

দূষিত আজ মুক্ত বায়ু

দূষিত মাটি, পরিবেশ;

দূষিত আজ অগাধ সলিল

সবুজ ধ্বংসের নাইকো শেষ


ঝড় তোমার নানান প্রকাশ    

টাইফুন , হারিকেনসাইক্লোন; 

বহু নামে পরিচিত তুমি

আয়লাফণি , নিসর্গ,   "উম্ফান"

 

শিকড় ছাড়া গাছ বাঁচে না

প্রকৃতি ছাড়া প্রাণ,

প্রকৃতির অভিশাপ তাই

ডেকে এনেছে "উম্ফান"। 

 

"করোনা" বঙ্গে পড়ছো আছড়ে

২১ শে মে, সন্ধ্যে- 

 ১৬৫ কিমি গতি যে তোমার 

 এনেছো বিপর্যয় সঙ্গে

 

যদিও ছিল  সতর্কতা

ছিল সরকারি বেসরকারি ত্রাণ,

ধ্বংস  তবু কম করোনি  

সুপার সাইক্লোন তুমি "উম্ফান"। 

 

রুদ্রমূর্তি তুমি ভয়ঙ্করী 

এসেছিলে   হিংস্র  রূপ  ধরি, 

বিধ্বস্ত করেছ সমুদ্রতট

নিষ্ঠুর বিভৎসতা শিহরিত  করি

 

চারিদিকে শোনা যায়

স্বজন হারানোর আর্তনাদ;  

পেটে না পড়েছে পরিমিত অন্ন 

মাথার উপর না উঠেছে ছাদ

 

"করোনা" আবহাওয়ে,  

রুজি রোজগারের বন্ধ সব পথ;

দুঃখ দৈন্যের হয় না অবসান

অনিশ্চিত অন্ধকারময় ভবিষ্যৎ

 

টেলিযোগাযোগ হয়েছে বিচ্ছিন্ন,

বহু স্থান বিদ্যুৎহীন,

তমুল বৃষ্টি করে উপেক্ষা

ত্রাণে বিপর্যয় মোকাবিলা টিম

 

উম্ফান তুমি অনেক কেড়েছো,

দিয়েছো অনেক শিক্ষা,

বিবেক চেতনা জাগ্রত করে

প্রকৃতি পরিবেশ সুস্থ রাখার দীক্ষা


*ছাত্রী, সাম্মানিক পঞ্চম অর্ধবর্ষ 

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হিমালয়ের কঠিন ট্রেক; জংরি-গোচা লা

পায়ে পায়ে প্রাসাদ নগরী...

অপেক্ষা