না ছোঁয়া স্বপ্ন
২১/১২/২০১৮
শ্রেয়া কুরু*
নাম ছিল তার নীলাশা,
বৃথাই হল তার সব আশা।
স্বপ্ন ছিল ভূগোল পড়া,
হলোনা যে কিছুই করা।
ভূগোল ছিল ওর টান,
কেড়ে নিল আমারও প্রান।
ক্লাসে সবাই অন্যমন,
ওর চোখ বোর্ডে তখন।
সেই বোর্ডে কত স্বপ্ন আঁকা,
যেথায় আছে নিরক্ষরেখা;
মহাসাগর পাড়ি দেবে,
মহাদেশে ঘুরে বেড়াবে।
সারা পৃথিবী দেখবে সে,
জগৎটাকে জানবে সে।
কাকে বলে মহাসাগর,
সারাক্ষণ চলে লহর।
মহাদেশে দেবে পাড়ি,
দেখবে উপত্যকা, খাঁড়ি।
মাউন্ট এভারেস্ট চড়বে সে,
কতই স্বপ্ন দেখত যে-
কিন্তু সে ভাবেনি কখনো
স্বপ্ন হবে না সত্যি যেন।
সুন্দরবনের চরঘেরী,
তার ছিল সেথায় বাড়ি।
সকাল-বিকাল কাটতো বনে,
সুন্দরী, গরান গাছের সনে।
সবথেকে বেশী প্রিয় তার,
মালঞ্চ নদীর ধার।
গরমের ছুটি তখন সবে শুরু,
ডাকল যে মেঘ গুরু-গুরু।
শুরু হল বন্যা-বৃষ্টি,
ভেসে গেল সারা সৃষ্টি।
একদিন এলো খবর তার,
হারিয়ে গেছে বন্ধু আমার।
ভেসে গেছে সুন্দরবন
আয়লার জন্য ডুবু-ডুবু তখন।
কেটে গেছে বছর নয়,
স্বপ্নে আজও সে রয়।
মনে জাগে প্রশ্ন হাজার,
দেখা আর পাব কি তার?
প্রিয় বন্ধু আমার নীলাশা,
একদিন ফিরবে এই আশা।
*সাম্মানিক দ্বিতীয়
বর্ষ, ২০১৮
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন