কস্তুরী দাশ * ২১/১২/২০১৮ এইতো ! সেইবাড়ি , ‘ আম্রপালী ’ । খুঁজে পেলাম শেষ মেষ .. গুরুপল্লীর ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে এসে পড়লাম সী মান্তপল্লীর মোড়ে – হাতীপুকুরের সামনে । হ্যাঁ , এবারে চিনতে পেরেছি , এই তো সেই পথ .. ডান পাশে ছিল ‘ ভালো - মন্দ ’ নামের সেই আড্ডাস্থল , যেখানে তড়কা , ঘুগনি , রাজমার প্লেটে হাতে মশার কামড়ে ছটফট করতে করতেও হাসি - ঠাট্টা , মজা ছিল অফুরান । আনন্দের মুহূর্তগুলো একসাথে ছবির মত মনের মাঝে চলে ফিরে বেড়ায় থেকে থেকে । ‘ ভালো - মন্দ’ অবশ্য বেশি দিন নাকি চলেনি শুনেছিলাম । সেই ফাঁকা জায়গাটা দেখে মনটা মুচড়ে উঠলো । আবার থমকাতে হলো আরে , একি ! যেখানে ছোট - বড় বাড়ি ছিল সেখানে আজ ' অরশ্রী ' মার্কেট , আশেপাশেও অনেক দোকান পাট । ওগো, নির্জনে বকুল শাখায় দোলায় কে আজি দুলিছে... আরে ! এই তো সেই বাড়িটা , যেখানে আমি আর অনুয়া থাকতাম একসময় পেয়িং গেস্ট হয়ে । যাক বাবা, বাঁচা গেল , একদম এক আছে বাড়িটা । ফেলে আসা সময়কে আঁকড়ে ধরে কিছুটা সময় কাটাতে চাইছে আজ আমার আমি । মধ্যবয়সী মন মাঝে মধ্যেই নিজেরই ধরা - ছোঁয়ার বাই...